অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মৌলভীবাজার সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপ করে রাখার দায়ে একজনের এক বছর ও দুজনের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ জুন) বেলা ১১টার উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাই স্কুলের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজউদ্দীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল আহাদ ও সুনামগঞ্জের আলী হোসেন এবং সোহাগ। এর মধ্যে আব্দুল আহাদকে এক বছর, আলী হোসেন-সোহাগকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও তাজউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করে স্তূপ করে রাখা বালু জব্দ করা হয়েছে।’’
ঢাকা/আজিজ/রাজীব