ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় পাউবোর জায়গায় ৩৫ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২১ জুন ২০২৫  
কুষ্টিয়ায় পাউবোর জায়গায় ৩৫ স্থাপনা উচ্ছেদ

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় থাকা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনা, পুলিশ ও আনসার সদস্যরা। 

অভিযানকালে প্রায় ৩৫টি ছোট-বড় অবৈধ ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ঘর হারানো অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। 

তারা বলেন, “বাপ-দাদার আমল থেকে এখানে বাস করি। পরিবারের মানুষগুলোকে নিয়ে এখন কোথায় থাকব? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেছেন, “দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে দখলবাজরা। এতে ফসলি জমিতে পানি যেতে সমস্যা হচ্ছে। তাই, এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “উচ্ছেদ অভিযানের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তবু, তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেছেন, “জেলাজুড়ে অবৈধ দখলে থাকা পানি উন্নয়ন বোর্ডের সব জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়