চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, মোট আক্রান্ত ৬২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া নারীর বয়স ৭১ বছর। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, করোনায় আক্রান্ত নারী গত তিনদিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শনিবার তার মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় একজন, শেভরন ল্যাবে তিনজন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে দুইজনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন।
ঢাকা/রেজাউল/মাসুদ