ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

কভার্ডভ্যানে মিলল ১৬০ বোতল ভারতীয় মদ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২১ জুন ২০২৫  
কভার্ডভ্যানে মিলল ১৬০ বোতল ভারতীয় মদ

গাজীপুরের শ্রীপুরে একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় গাড়িটির চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে মাদকের এই চালানটি জব্দ হয়। জেলা ডিবির ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে ও কাভার্ডভ্যান চালক মো. ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনার সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)। তারা নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালানো হয়। এসময় একটি কভার্ডভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিক বোতলে রাখা ৬৬ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, “গাজীপুর জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়