ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে: ফয়জুল করীম

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২১ জুন ২০২৫   আপডেট: ২১:৫৮, ২১ জুন ২০২৫
চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে: ফয়জুল করীম

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে দলীয় গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “দেশে বৈষম্য চলছে। ২০২৪ এর জুলাই-আগস্টে বৈষম্য দূর করতে জানের মায়া ত্যাগ করে আন্দোলন করেছিলাম। তবে, ৫ আগস্টের পরে আবারো জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং চাঁদাবাজি শুরু হয়েছে। এর জন্য আমরা আন্দোলন করিনি। চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে।” 

তিনি বলেন, “আন্দোলন শেষ হয়নি, আন্দোলনের সূচনা হয়েছে। এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন হবে চাঁদাবাজি, দখলদারি এবং খুনিদের বিরুদ্ধে। আন্দোলন হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।” 

শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম শাখা।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “এ দেশ থেকে মাত্র ১৬ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। দেশের প্রত্যেকের মাথার ওপরে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ। তারা এ দেশকে বিক্রি করার চক্রান্ত করেছে। ভারতের সঙ্গে গোলামি চুক্তি করছে। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে; কিন্তু গোলামি করতে পারে না। ভারতের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করবে না, গোলামি করবে না।” 

তিনি বলেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সব ধর্মের মানুষদের নিয়ে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধনী ও গরিবের বৈষম্য দূর করা হবে। এ কারণে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এই নেতা বলেন, “রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কেউ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। এজন্য হাতপাখা মার্কায় ভোট চাই।”

ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ। 

সমাবেশে শেষে জেলার চারটি সংদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ আসনে রাইসুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসনে আলহাজ্ব নুর বখত, কুড়িগ্রাম-৩ আসনে সাবেক সংসদ সদস্য ডা. আক্কাস আলী ও কুড়িগ্রাম-৪ আসনে আলহাজ্ব হাফিজুর রহমান।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়