ঘিওরে ভাবিকে হত্যার অভিযোগে দেবর গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মানিকগঞ্জের ঘিওরে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবি সোভা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে দেবর রাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার (২১ জুন) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব উপজেলার নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে।
মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।’’
স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।
ঢাকা/চন্দন/রাজীব