ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ৪

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২২ জুন ২০২৫   আপডেট: ০৯:০০, ২২ জুন ২০২৫
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর কেওড়াবুনিয়া এলাকায় ইকরা পরিবহনের সাথে অটোরিকশার মুখোমুখি ধাক্কায় এক নবজাতকসহ চার জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন নিহতের পর শনিবার রাতে এক নবজাতক ও এক নারী চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক মৌলভি আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫), খালেদা (৪৫) ও এক দিনের নবজাতক। তাদের বাড়ি আমতলীর সোনাখালী গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে আমতলীর কেওড়াবুনিয়া এলাকার যাত্রীবোঝাই একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে প্রথমে খালেদা নামে এক নারী ও রাত সাড়ে আটটার দিকে এক দিনের এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করে পুলিশ। এই ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়