ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিচয় মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার অজ্ঞাত লাশের, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২২ জুন ২০২৫   আপডেট: ১২:৩৬, ২২ জুন ২০২৫
পরিচয় মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার অজ্ঞাত লাশের, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার (২০ জুন) পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে বিল থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। 

হত্যাকাণ্ডে জড়িত থাকায় পাঁচ জনের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে সামির খান (২৫), শুক্কুর আলীর ছেলে সিয়াম (১৬)। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে বিভিন্ন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়ার মরদেহটি মুজিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়। মজিবুর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মুজিবুর রহমানের সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আসামিরা। 

ওসি শহীদুল ইসলাম বলেন, “পুলিশ নানা ক্লু ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) তাদের বাড়ি হতে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ৩টি চাকু, একটি মোবাইল ফোন, একজোড় জুতা, রক্তমাখা কাপড়, রশি ও একটি সিএনজি উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন।” 

এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/পলাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়