ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

লরির পেছনে ধাক্কা দিয়ে ডাম্প ট্রাকের চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২২ জুন ২০২৫  
লরির পেছনে ধাক্কা দিয়ে ডাম্প ট্রাকের চালক ও সহকারী নিহত

লরিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্প ট্রাক

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কন্টেইনারবাহী লরির পেছনে ধাক্কা দিয়ে ফারুক হোসেন ও রবিউল ইসলাম নামে ডাম্প ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। 

রবিবার (২২ জুন) সকালে মিরসরাইয়ে ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। 

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্ক্রাপ বোঝাই ডাম্প ট্রাক কনটেইনারবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ডাম্প ট্রাকটি সম্পুর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ডাম্প ট্রাকের চালক ফারুক হোসেন ও সহকারী রবিউল ইসলামের মৃত্যু ঘটে। লাশ উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়েছে বলেও জানান তিনি। 

ঢাকা/রেজাউল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়