ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২২ জুন ২০২৫  
বরিশালে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

শেখ হাসিনা, তার মা এবং ফুফার নামে করা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে বরিশাল শিক্ষা বোর্ড। রবিবার ( ২২ জুন) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশের বরাত দিয়ে শিক্ষা বোর্ডের একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘কাউনিয়া সরকারি কলেজ’।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়’, আগৈলঝাড়া উপজেলা সদরের ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজে’র পরিবর্তে ‘আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ’ করা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘নাজিরপুর সরকারি মহিলা কলেজ’ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’ নামকরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘‘মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়