ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরা মুরগি রান্নার প্রস্তুতিকালে হোটেল মালিক ধরা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২২ জুন ২০২৫   আপডেট: ২২:২৭, ২২ জুন ২০২৫
মরা মুরগি রান্নার প্রস্তুতিকালে হোটেল মালিক ধরা

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় মরা মুরগি রান্নার প্রস্তুতিকালে এক হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ জুন) বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারে ফজল আলীর হোটেলে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেলে রান্নার জন্য ১০ কেজি মরা মুরগি রাখা হয়েছিল। একজন ক্রেতা ওই হোটেলে খেতে গিয়ে বিষয়টি বুঝতে পেরে অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও মরা মুরগিগুলো ধ্বংস করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম বলেন, ‘‘জিজ্ঞাসাবাদে হোটেল মালিক অপরাধ স্বীকার করেছেন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়