ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২২ জুন ২০২৫  
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

রবিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতের নাম মোহাম্মদ আলী (৪২)। তিনি ওই গ্রামের তসির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩)। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে আলীসহ ছয় থেকে সাত জন মাঠে কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়