ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৩ জুন ২০২৫  
শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত ৩ আসামি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে ১ জন  ও ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনসহ ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নিষিদ্ধ ঘোষিত শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল (২৩), নূরপুর (দক্ষিণ) গ্রামের হিরু মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৩), সুরাবই গ্রামের মৃত নজির মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬)।

রবিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে এসব তথ্য জানিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ওই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।’’

ঢাকা/মামুন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়