নাটোরে আ.লীগ ও যুবলীগের নেতা আটক
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩১, ২৩ জুন ২০২৫

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু দিলশাদ হোসেন ও যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে অপারেশন ডেভিল হান্টে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আবু দিলশাদ হোসেন (দিলশাদ মেম্বার) মাধনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাইফুল ইসলাম নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/আরিফুল/রফিক