ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

দ্বিতীয় দফায় ভাঙল নির্মাণাধীন ফুট বেইলি সেতু, ধাক্কায় ডুবল বাল্কহেডও

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৬:৪৮, ২৩ জুন ২০২৫
দ্বিতীয় দফায় ভাঙল নির্মাণাধীন ফুট বেইলি সেতু, ধাক্কায় ডুবল বাল্কহেডও

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুটি দ্বিতীয় দফায় বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়।

সোমবার (২৩ জুন) সকালে নড়িয়া উপজেলা সদরের বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের সুবিধার জন্য ২০২৩ সালের ডিসেম্বর পুরনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন:

পরে জনসাধারণের হাঁটা-চলার জন্য নদীর ওপর একটি ফুট বেইলি সেতু নির্মাণকাজ শুরু হয়। গত বছরের ২ অক্টোবর একটি বালুভর্তি নৌযান (বাল্কহেড হিসেবে পরিচিত) ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।

আবার নতুন করে একই ফুটওভার সেতুটিতে সোমবার সকালে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে যায়। পড়ে সেতুটির ভাঙা অংশসহ নৌযানটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময় ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।

এ বিষয়ে রাশেদ মোল্লা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘অনেক দিন ধরে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। হাঁটা-চলার জন্য একটি ফুটওভার সেতু নির্মাণ হচ্ছিল, এখন সেটিও ভেঙে পড়ল।’’

নড়িয়া উপজেলার এলজিডির প্রকৌশলী মেহেদি হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দ্রুত ফুট বেইলি সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। এছাড়া জড়িতদের বি‍রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখব।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়