ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৬:৫১, ২৩ জুন ২০২৫
ঝালকাঠিতে গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ

প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত সড়ক পুননির্মাণের দাবিতে সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী

ঝালকাঠির নলছিটিতে একটি গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারের সামনে বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত সড়ক পুননির্মাণের দাবি জানান।

আরো পড়ুন:

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু, রমিন হাওলাদার ও হালিম হাওলাদার। 

বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বেহাল দশা। ইট বিছানো ভাঙা এই সড়কে চলাচলে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন দপ্তরে কয়েকবার ধরনা দিয়েও সড়ক সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি। এ কারণে এলাকাবাসী সড়কে নেমে বিক্ষোভ করেছেন। সড়কটি পুননির্মাণের জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, “এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের চেষ্টা করা হবে।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়