জনবান্ধব হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন অতিরিক্ত আইজিপির এই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে।”
সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: ‘আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন’
মব জাস্টিস প্রসঙ্গ তিনি বলেন, “এ ধরনে ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের (সাবেক সিইসিকে হেনস্তা) ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।”
আরো পড়ুন: মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। তিনি বলেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।”
তিনি আরো বলেন, “বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”
ঢাকা/কাওছার/মাসুদ