ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী কারাগারে 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৩ জুন ২০২৫  
কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী কারাগারে 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকা থেকে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আ. মজিদ মিয়ার ছেলে ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহের খান, একই গ্রামের মৃত আ. জলিলের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম। 

কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়