পাবনায় জাল টাকা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার আতাইকুলায় জাল টাকা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকার জাল নোট ও কিছু আসল নোট জব্দ করা হয়েছে।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামানিকের ছেলে শাহিদুল প্রামানিক (৪০), জুগ্নিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক মোল্লা (২৩) এবং কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩)।
সোমবার (২৩ জুন) বিকেলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে থাকা সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৩ হাজার টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩৯৫ টাকা।আটক
ব্যক্তিরা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পাবনাসহ বিভিন্ন জেলার হাট-বাজারে জাল টাকা দিয়ে পণ্য কিনতেন।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার জানিয়েছেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ (বি) ধারায় মামলা দায়েরসহ আটক ব্যক্তিদের আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/শাহীন/রফিক