ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ১৪ ফুট বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৩ জুন ২০২৫  
উখিয়ায় ১৪ ফুট বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি বিরল প্রজাতির ও বিশাল আকৃতির বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।

রবিবার (২২ জুন) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুরে অজগরটি দোছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, উদ্ধারকৃত সাপটি বার্মিজ অজগর। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাপটি সুস্থ অবস্থায় ছিল, তাই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়