মেঘনায় তলা ফেটে ডুবল যাত্রীবাহী স্পিডবোট
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:০৬, ২৩ জুন ২০২৫
আপডেট: ২০:২০, ২৩ জুন ২০২৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে স্পিডবোটের তলা ফেটে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠেন।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/সুজন/রাজীব