যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ফাহমিদ হুদা বিজয়। ফাইল ফটো
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজয় রেলগেট তেতুলতলা এলাকার ফকরে আলমের ছেলে।
সোমবার (২৩ জুন) তাকে বিএনপির জেলা কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। তদন্তে উঠে এসেছে, বিজয় ওই হামলায় জড়িত ছিলেন। এছাড়া, তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এসব প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
ঢাকা/রিটন/রাজীব