ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৩ জুন ২০২৫   আপডেট: ২১:২৮, ২৩ জুন ২০২৫
মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয় জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার বালুচর বাজারের চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন ব্যাপারী তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। আজ বেলা ১টার দিকে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিলের তাগাদা দিতে যান। পল্লী বিদ্যুৎ অফিসের ওই কর্মকর্তার সঙ্গে খাসমহল গ্রামের আনোয়ার সরদারের ছেলে সুলতান সরদারও ওই গ্যারেজে যান। সে সময় পল্লী বিদ্যুৎ অফিসের ওই কর্মকর্তার সঙ্গে শাহীন ব্যাপারীর বাকবিতণ্ডা হয়। সুলতান সরদার বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিয়ে শাহীন ব্যাপারীর সঙ্গে ঝগড়ায় জড়ান। এ নিয়ে সুলতান সরদারকে মারধর করেন শাহীন। সুলতান বিষয়টি তার গ্রামের (খাসমহল) লোকজনকে জানান। ওই গ্রামের লোকজন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে মোল্লাকান্দি গ্রামে আসেন। মোল্লাকান্দির লোকজনও বিষয়টি জানতে পেরে টেঁটা, লাঠি, ইটপাটকেল নিয়ে জড়ো হন। সে সময় দুই গ্রামের মানুষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয় জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ আল মামুন বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়