ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

নির্বাচন সময়মতো না দিলে সিদ্ধান্ত রাজপথে: নিপুণ রায়

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৩ জুন ২০২৫  
নির্বাচন সময়মতো না দিলে সিদ্ধান্ত রাজপথে: নিপুণ রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘নির্বাচন সময়মতো না দিলে সিদ্ধান্ত হবে রাজপথে।’’

সোমবার (২৩ জুন) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কেপি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা ও উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘‘জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের ওপর আস্থা রেখে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। যদি এই সময়সূচী প্রলম্বিত হয়, তাহলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নামব। তখন রাজপথের সিদ্ধান্ত রাজপথেই হবে।’’

আরো পড়ুন:

এ সময় আরো উপস্থিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, হাজী আলী হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসলাম প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়