ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

ফেসবুকে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট, আখাউড়ায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৪ জুন ২০২৫   আপডেট: ১০:১১, ২৪ জুন ২০২৫
ফেসবুকে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট, আখাউড়ায় গ্রেপ্তার ১

গ্রেপ্তার করা আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত নামে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। 

সোমবার (২৩ জুন) বিকেলে মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট দিয়ে অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত মোগড়া সাহেব পাড়ার মৃত আবুল কালামের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার (২৪ জুন) আদালতে পাঠানো হবে।

ঢাকা/পলাশ/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়