ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী-নেকমরদ রুটে বাস চলাচল শুরু হচ্ছে

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৪ জুন ২০২৫  
ঠাকুরগাঁওয়ের লাহিড়ী-নেকমরদ রুটে বাস চলাচল শুরু হচ্ছে

ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলনকক্ষে আলোচনা সভায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়

সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ‘নিরাপদ পরিবহন, নিরাপদ সড়ক’- স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার লাহিড়ী-নেকমরদ রুটে আবারো নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলনকক্ষে চূড়ান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামীকাল বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টা থেকে লাহিড়ী-নেকমরদ রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হবে।

আরো পড়ুন:

আলোচনায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, যোগাযোগ সম্পাদক কামাল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য বুলবুল, তরুণ উদ্যোক্তা ও বাস মালিক নির্ণয় চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতারা। 

আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ জুন থেকে নিয়মিত ও সময়মতো গেটলক বাস চলবে। প্রতিটি স্টপেজে নির্ধারিত সময় উল্লেখ করে বাস সময়সূচির চার্ট টানানো হবে। যাত্রী সেবার মান উন্নয়নে নেয়া হবে নতুন উদ্যোগ। সচেতনতা কার্যক্রম চালানো হবে নিরাপদ বাহন ব্যবহারে উৎসাহিত করতে এবং যাত্রীদের মাঝে প্রচার চালিয়ে বাস সেবার গুরুত্ব তুলে ধরা হবে।

উদ্যোক্তারা আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন আমরা নিরাপদ যাত্রার জন্য বাস সার্ভিস ব্যবহার করি। বিপজ্জনক ও অনিরাপদ বাহন এড়িয়ে চলি।’’

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়