ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিষ্টির কারখানার পাশেই গোবরের স্তূপ, জরিমানা ৭০ হাজার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৮:৩২, ২৪ জুন ২০২৫
মিষ্টির কারখানার পাশেই গোবরের স্তূপ, জরিমানা ৭০ হাজার

মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়রামপুর ঘোষপাড়া এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বিশাল গরুর খামারে গোবরের স্তূপ। খামার ঘেঁষেই মিষ্টিজাত পণ্য তৈরির কারখানা। নেই কোনো বেড়া বা ঢাকনার ব্যবস্থা। মশা, মাছি ও পোকা-মাকড় ভনভন করছে। উড়ে বেড়াচ্ছে পাখি।

লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় দুই বছর ধরে চলছে কারখানাটি। অবশেষে সেখানে অভিযান চালিয়ে কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়রামপুর ঘোষপাড়া এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড বেকারিতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াসিন আরাফাত ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

কারখানার ব্যবস্থাপক সুশান্ত রায় বলেছেন, “আমাদের ভুল হয়েছে। খুব শিগগির সংশোধন করা হবে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেছেন, “যেন গরুর খামারেই তৈরি হচ্ছে মিষ্টিজাত পণ্য। এখানে পশু-পাখির অভয়ারণ্য ও অবাধ বিচরণ। কোনো বৈধতা নেই। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কাগজপত্রাদি না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে খুব শিগগির কারখানাটি বন্ধ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়