ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৪ জুন ২০২৫  
নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মালেক জুটমিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে মহাসড়কের কাচঁপুর এলাকার অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়।

আরো পড়ুন:

ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা বলেন, ‘‘আমাদের সব বকেয়া পরিশোধ না করলে, নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করলে, মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো।’’

কারখানার উপ মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বিকেলে জানান, শ্রমিকদের বকেয়া অতিদ্রুত পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
 

ঢাকা/অনিক/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়