ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

ভাড়াটিয়ার ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৪ জুন ২০২৫  
ভাড়াটিয়ার ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতাহাতির সময় ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের ধাক্কায় মো. আবুল বাশার (৭০) নামে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডস্থ পাইনাদি নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটে।  মঙ্গলবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটককৃতরা হলেন- মো. তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), তার স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, এক বছরের বেশি সময় ধরে নিহতের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটককৃতরা। গত ৩ মাস ধরে ঘর ভাড়া পরিশোধ করছিলেন না তারা। এ কারণে বাড়ির মালিক সোহাগ হোসেনকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের প্রায় ঝগড়া হতো। গতকাল সোমবার রাতে বাড়ির মালিক সোহাগ হোসেনের ঘরে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ বাসায় এসে তার ঘরের গেট আটকানো দেখতে পান। তিনি বাড়িওয়ালার ছেলে নাফিজকে গেট খুলে দিতে অনুরোধ করেন।

একপর্যায়ে গেট খুলে দিয়ে নাফিজ সোহাগের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান। এসময় নাফিজের অপর ভাই বাধনও বাকবিতাণ্ডায় যোগ দেন। দুই ভাইয়ের সঙ্গে সোহাগের হাতাহাতি শুরু হয়। চেঁচামেচি শুনে সোহাগের স্ত্রী ও মা এবং বাড়িমালিক আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন।

ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা লেগে পরে যান। আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে আবুল বাশারকে খানপুর ৩০০ শষ্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘর ভাড়া নিয়ে ঝগড়া হয়। ভাড়াটিয়ারা আবুল বাশারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে নিলে আবুল বাশার মারা যান। আমরা ভাড়াটিয়াদের আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়