ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

আ.লীগ যে অত্যাচার  করতো, বিএনপি এখন হুবহু করছে: ফয়জুল করীম

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৪ জুন ২০২৫   আপডেট: ২২:৫২, ২৪ জুন ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে অত্যাচার, জুলুম ও নির্যাতন করতো, মানুষের কণ্ঠরোধ করতো; বিএনপি এখন সেই কাজগুলো হুবহু করছে।”

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “আগে যে নামে চাঁদাবাজি হতো এখন শুধু নামের পরিবর্তন হয়েছে। শুধু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে, শান্তি দিতে হবে। কোনো ধরনের চাঁদবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না।”

তিনি বলেন, “বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে আর বেগম পাড়া তৈরি করতে দেওয়া হবে না। গরিব মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, “গত ৫ আগস্টের পর কোনো পরিবর্তন দেখছি না। আমরা দেখছি, সেই আ.লীগের আমলের মতো বিএনপির নেতারা লুটপাট, অত্যাচার ও জুলুমসহ খুন-হত্যা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। তাই আর কোনো অত্যাচারী-জুলুমবাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বাংলাদেশের ক্ষমতা দেওয়া যাবে না। এবার ইসলামপন্থি মানুষ ঐক্য হয়ে মাঠে নামবে।” 

বক্তব্য শেষে তিনি গাইবান্ধার জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন- গাইবান্ধা-২ (সদর) আসনে প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মাওলানা আওলাদ হোসেন ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মুফতি তৌহিদুল ইসলাম। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

ঢাকা/মাসুম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়