ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

সাতছড়ি উদ্যানে কিং কোবরা সাপ অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৪ জুন ২০২৫  
সাতছড়ি উদ্যানে কিং কোবরা সাপ অবমুক্ত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকা থেকে উদ্ধার হওয়া কিং কোবরা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বসতঘর থেকে উদ্ধার করে একটি কিং কোবরা (শঙ্খচূড়) সাপ অবমুক্ত করা হয়েছে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন এবং সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়। বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মধ্যে কিং কোবরা অন্যতম।  

সোমবার (২৩ জুন) বিকেলে নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাজা মিয়ার ঘরে সাপটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সাপটি জীবিত ধরে ফেলেন। 

আরো পড়ুন:

রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, এটি স্ত্রী কিং কোবরা। এর বয়স প্রায় ৪ বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক। সাপটি সুস্থ ছিল এবং এটি পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রজাতি। বন ধ্বংসের কারণে এ সব সাপ লোকালয়ে চলে আসছে, যা পরিবেশের জন্য সতর্ক সংকেত। 

তিনি আরো জানান, স্ত্রী সাপটি যেহেতু লোকালয় থেকে উদ্ধার হয়েছে, ধারণা করা হচ্ছে, আশপাশেই পুরুষ সাপটি রয়েছে। এ জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। 

ঢাকা/মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়