ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

উখিয়ায় ডাকাত সর্দারের ‘গানম্যান’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৪ জুন ২০২৫  
উখিয়ায় ডাকাত সর্দারের ‘গানম্যান’ গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আশিক

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত সর্দার শাহীনের ‘গানম্যান’ আশিক মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে উখিয়ার মধুঘোনা এলাকায় অভিযান চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকার মৃত মনির হোসেনের ছেলে। 

আরো পড়ুন:

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন জানান, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল উখিয়ার মধুঘোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। খবর ছিল, সেখানে সশস্ত্র অবস্থায় কয়েকজন অপরাধী অবস্থান করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে একজনকে ধাওয়া করে আটক করা হয়। পরে বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), একটি দেশীয় তৈরি বন্দুক, এক রাউন্ড গুলি, সেনাবাহিনীর একটি হেলমেট, আনসার বাহিনীর একটি হেড প্রিক্যাপ, একটি লোহার শিকল, সেনা প্রশিক্ষণের একটি বই এবং ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার আশিক নাইক্ষ্যংছড়ি সীমান্তে সক্রিয় ডাকাত সর্দার শাহীনের সহযোগী হিসেবে কাজ করছিলেন। তিনি শাহীনের গানম্যান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আরাকান আর্মির কাছে সীমান্ত পেরিয়ে খাদ্য ও রসদ সরবরাহ করার অভিযোগও রয়েছে। আশিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়