মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—টিলা গ্রামের বাসিন্দা আওয়াল মিয়ার স্ত্রী সেতু খাতুন (৩৫) ও তাদের ৮ মাস বয়সী কন্যা আনিসা।
স্বজনরা জানিয়েছেন, সেতু খাতুন বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা শিশু আনিসা কাছে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা দুজনকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/শাহীন/রফিক