ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

কমলনগরে উচ্ছেদ অভিযানে দেয়াল ধসে ৩ শ্রমিক আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৫ জুন ২০২৫  
কমলনগরে উচ্ছেদ অভিযানে দেয়াল ধসে ৩ শ্রমিক আহত

দেয়ালে চাপা পড়ে আহতদের উদ্ধার করা হচ্ছে

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ইটের দেয়াল ধসে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হাজিরহাটে খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল। এক পর্যায়ে একটি পুরোনো ইটের দেয়াল ভেঙে পড়লে তিনজন শ্রমিক আহত হন। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের নাম-পরিচয় জানা জায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “উচ্ছেদ কার্যক্রম চলাকালে একটি ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে চলমান এই অভিযানে বুধবার আরও ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার হচ্ছে। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

ঢাকা/লিটন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়