ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে জমি দখল চেষ্টা, কেটে ফেলা হলো গাছপালা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৩:২৭, ২৫ জুন ২০২৫
ধামরাইয়ে জমি দখল চেষ্টা, কেটে ফেলা হলো গাছপালা

জমি দখল ও গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় একটি জমি দখল চেষ্টা ও বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৫ জুন) ধামরাই থানায় বাদি হয়ে অভিযোগ করেন মো. আনিসুর রহমান মোল্লা। এর আগে, গতকাল সকালে ওই গাছপালাগুলো কেটে ফেলা হয়।

অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকার মো. দলু মিয়া (৫৫), শামছুল হক (৫০) ও সোলায়মান (৫৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভুক্তভোগীর ধামরাইয়ের খাগুটিয়া মৌজার আরএস ৫১৭ দাগের ২৯ শতাংশ জমিতে ঢুকে একটি টিনের কক্ষ নির্মাণ করে ও বিভিন্ন প্রজাতির অন্তত ৬০-৭০টি গাছ কেটে যায়। এগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি। ভুক্তভোগী তাদের বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করতে উদ্যত হয়। এছাড়া তাদের হুমকিধামকি দেয়।

ভুক্তভোগী আনিসুর রহমান বলেন, “এই জমিটি ক্রয় ও রেকর্ডসূত্রে প্রায় পাঁচ দশক ধরে তার পরিবার ভোগ করছিল। সম্প্রতি অভিযুক্তরা জমি মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরমধ্যেই অভিযুক্তরা আদালতের শুনানি অমাণ্য করে জমি দখলের চেষ্টা করে।”

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। 

তবে অভিযুক্তদের বিষয়ে কী পদক্ষপ নেওয়া হবে তা তিনি জানাননি।

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়