ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোল কাস্টমসে ৩য় দিনের মতো ‘কলমবিরতি’

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৫:২৭, ২৫ জুন ২০২৫
বেনাপোল কাস্টমসে ৩য় দিনের মতো ‘কলমবিরতি’

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলম বিরতির আজ তৃতীয় দিন। 

বুধবার (২৫ জুন) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির সাথে একাত্মতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে বেলা ১২টা থেকে পাঁচটা পর্যন্ত কলম বিরতির কর্মসূচি পালন করছে বেনাপোল কাস্টমস। 

কাস্টমস কর্মকর্তারা জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের মতো আজ বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলম বিরতি পালিত হচ্ছে। 

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার বলেন, “বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের লোড আনলোড প্রক্রিয়াও।”

প্রসঙ্গত, সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা শেষে ২৬মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

ঢাকা/রিটন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়