চট্টগ্রামে ৯ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতদিন গড়ে ৩-৪ জন আক্রান্ত রোগী পাওয়া গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মারা যাননি।
বুধবার (২৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের শরীরে করোনা পজিটিভ আসে। নতুন শনাক্ত সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এর মধ্যে নগরের ৮৮ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১১ জন।
করোনায় এখনো পর্যন্ত জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং বাকি ৩ জন উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা বজায় রাখা জরুরি। বিশেষ করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।
ঢাকা/রেজাউল/বকুল