ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক  

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৭:১৫, ২৫ জুন ২০২৫
গাজীপুরে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক  

নিহত নার্গিস আক্তার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নার্গিসের স্বামীর ভাইয়ের ছেলে অটোরিকশাচালক নাজমুল শেখ (৩০) তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

আরো পড়ুন:

নিহত গৃহবধূ উপজেলার ধরপাড়া গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে এবং আওলাদ হোসেনের স্ত্রী। নার্গিস তিন সন্তানের জননী।

ওসি জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে নার্গিস, তার স্বামী ও নাজমুলের মধ্যে ঝগড়া বাধে। পরে নাজমুল ছুরি দিয়ে নার্গিসকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহতের বোন সুফিয়া আক্তার বলেন, “আমার বোনকে নাজমুল বুকে ছুরি মেরে হত্যা করেছেন। আমি এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের পাশে আছি।”

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, গত রমজানে নার্গিসের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় নাজমুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। মাদকাসক্ত নাজমুলকে নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিক সালিশি বৈঠক হয়। সেই পুরনো বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। 
 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়