সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বুধবার সকালে পাঁচ দাবিতে সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা
আবাসন সংকট দূর করাসহ পাঁচ দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা।
বুধবার (২৫ জুন) সকাল ১১টার দিকে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। ফলে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
এর আগে, আজ সকাল ১০টার দিকে কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে, তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি করেন। শিক্ষার্থীরা কলেজের মাঠ ভরাট, অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান।
তারা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানান, তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তিনদিন সময় চেয়েছেন। সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
ঢাকা/পলাশ/মাসুদ