ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় মাদক পাচারকালে শাশুড়ি-জামাই আটক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৫ জুন ২০২৫  
গাইবান্ধায় মাদক পাচারকালে শাশুড়ি-জামাই আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক দ্রব্য গাঁজা পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন শাশুড়ি ও মেয়ের জামাই। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ হয়েছে।  

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাসিমা বেগম (৪৫) ও তার মেয়ের জামাই ফারুক হোসেন (২৮)। 

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানা মোড় (চার মাথা) এলাকায় কুড়িগ্রাম থেকে আসা একটি মোটরসাইকেল থামানো হয়। তল্লাশি করার সময় মোটরসাইকেলটির তেলের ট্যাংকি ও সিটের নিচে থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ হয়। মাদক বহনের অভিযোগে আটক করা হয় নাসিমা বেগম  ও ফারুক হোসেনকে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “একটি মোটরসাইকেলের পুরুষ ও নারী আরোহী গাঁজা নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন বলে খবর ছিল। গোবিন্দগঞ্জ চার মাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হবে।” 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়