ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিজিটাল আইনের মামলা থেকে ২ সাংবাদিক খালাস 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৫ জুন ২০২৫   আপডেট: ২১:০০, ২৫ জুন ২০২৫
ডিজিটাল আইনের মামলা থেকে ২ সাংবাদিক খালাস 

সাংবাদিক সনি আজিম ও মুন্সী শাহীন আহমেদ জুয়েল

কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এ পি পি এস এম মশিউর রহমান বুধবার (২৫ জুন) দুই সাংবাদিকের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন, অনলাইন নিউজপোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অনলাইন নিউজপোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইলে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর শুনানি শেষে বুধবার (২৫ জুন) খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস দেন। 

মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন আহমেদ জুয়েল ও সনি আজিম বলেন, ‘‘আদালতের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।’’
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়