ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর ৩ বছরে আড়াই হাজার কোটি টাকার টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২৬ জুন ২০২৫   আপডেট: ১০:৩৬, ২৬ জুন ২০২৫
পদ্মা সেতুর ৩ বছরে আড়াই হাজার কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু (ছবি: সাইফুল আলম)

দেশের দক্ষিণাঞ্চলে ২১ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনকারী অবকাঠামো পদ্মা সেতু উদ্ধোধনের তিন বছর পূর্তি আজ।

গত তিন বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে এক কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে মোট দুই হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা। 

বৃহস্পতিবার (২৬ জুন) পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী আবু সাদ জানান, সেতুতে প্রতিবছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও। 

এরমধ্যে উদ্ধোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯ টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ এক হাজার ৩৭৪টি, আয় হয় ৮৫০কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০টাকা।

সর্বশেষ ২০২৪ এর জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন। টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

ঢাকা/রতন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়