ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া কারাগারের জেলার বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৬ জুন ২০২৫  
কুষ্টিয়া কারাগারের জেলার বরখাস্ত

অভিযুক্ত জেলার আব্দুল ফাত্তাহ

সরকারি অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া কারাগারের জেলার আব্দুল ফাত্তাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে বিষয়টি জানাজানি হয়। তবে তাকে আরও দুদিন আগে সোমবার বরখাস্ত করা হয়।

জানা যায়, পঞ্চগড় কারাগারের জেলারের দায়িত্বে থাকাকালীন সময়ে আব্দুল ফাত্তাহ-এর বিরুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। 

কারাগার সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের কারাগারের জেলার থাকাকালীন আব্দুল ফাত্তাহ জেল বন্দিদের খাবার সরবরাহে ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিল ভাউচার জমা দিয়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তাকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়