ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে একস‌ঙ্গে ৩ বো‌নের এইচএস‌সি পরীক্ষা 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৬ জুন ২০২৫  
টাঙ্গাইলে একস‌ঙ্গে ৩ বো‌নের এইচএস‌সি পরীক্ষা 

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন

টাঙ্গাইলের সখীপুরে একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দি‌চ্ছেন তিন‌ বোন। বৃহস্প‌তিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছে।

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মে‌য়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মে‌য়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মে‌য়ে রাদিয়া ইসলাম (১৭)। 

একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কে‌ড়ে‌ছে। তিন বোন উপজেলার সখীপুর সরকা‌রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

জানা গে‌ছে, শিক্ষার্থীদের বাবা শ‌ফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিন‌ বোনের জন্মও সেখা‌নেই হয়েছে। ২০১০ সা‌লে সৌ‌দি আর‌বের মক্কায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য বাদ দি‌য়ে প‌রিবার নি‌য়ে দে‌শে ফেরেন শ‌ফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, “বিগত এসএসসি পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে ব‌লে ম‌নে ক‌রি।”

সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ এম এ রউফ বলেন, “ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএস‌সি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে ব‌লে আশা ক‌রি।” 

তারা জানান, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই প্রধান লক্ষ‌্য। তা‌দের ইচ্ছা মে‌য়েরা উচ্চ শিক্ষালাভ ক‌রে প্রতি‌ষ্ঠিত হ‌য়ে নি‌জে‌দের পাশাপা‌শি সমাজ ও দে‌শের কল‌্যা‌ণে ভূ‌মিকা রাখ‌বে। তিন‌বোন সক‌লের কা‌ছে দোয়া চে‌য়ে‌ছেন।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়