ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন মামুন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৬:১২, ২৬ জুন ২০২৫
কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন মামুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। তিনি আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন।

মামুন কুমিল্লার বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং আড্ডা কলেজের শিক্ষার্থী। তিনি বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বন্দি রয়েছেন। তিনি ১৬ জুন থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

আরো পড়ুন:

কারাগারের জেলার আব্দুল্লাহিল আল আমিন জানান, আদালতের নির্দেশে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগারে তাকে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। তাকে বই সরবরাহ করা হয়েছে, যাতে প্রস্তুতি নিতে পারে। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়। কারাগার প্রশাসন পরীক্ষার সময় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করেছে। তিনি আরো জানান, মামুন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দেশে একযোগে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয় জেলার (কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া) ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ঢাকা/রুবেল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়