ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় পরীক্ষা হলে প্রবেশপত্র-কলম নিষিদ্ধ!

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৬:১৪, ২৬ জুন ২০২৫
কুষ্টিয়ায় পরীক্ষা হলে প্রবেশপত্র-কলম নিষিদ্ধ!

‘প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষেধ’— এমন নোটিশ টাঙানো হয়েছে কুষ্টিয়ার এক পরীক্ষাকেন্দ্রে। নোটিশ দেখে হতভম্ব এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষাকেন্দ্রে এ নোটিশ দেখা গেছে। এ নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেছেন, “কম্পোজে মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে।” 

তিনি বলেন, “পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেক পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তা মানতে হবে।”

কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক সাংবাদিকদের বলেছেন, প্রবেশপত্র, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সারাদেশে একসঙ্গে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়