ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে রিসোর্টের ব্যবস্থাপককে অপহরণের অভিযোগে আটক ৩

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ জুন ২০২৫  
বান্দরবানে রিসোর্টের ব্যবস্থাপককে অপহরণের অভিযোগে আটক ৩

রিসোর্টের ব্যবস্থাপককে অপহরণের অভিযোগে লামা উপজেলার বাগান পাড়া থেকে তিনজনকে আটক করা হয়

বান্দরবানের লামা উপজেলায় রিসোর্টের ব্যবস্থাপককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৩টার দিকে লামা উপজেলার বাগান পাড়া থেকে তাদেরকে আটক করেন এলাকাবাসী। 

আটক তিনজন হলেন—রুমা উপজেলার বগা লেক পুকুর পাড়ার নুথিয় ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩৮), লামার বাগান পাড়ার মনিন্দ্র ত্রিপুরার ছেলে তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার মেথিয় ত্রিপুরার ছেলে হালি রাম ত্রিপুরা (৩১)।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (২৫ জুন) রাতে লামার মিরিঞ্জা এলাকায় প্যারাডাইস রিসোর্ট থেকে ব্যবস্থাপক আবদুল খালেককে (২০) অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে, আবদুল খালেক কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাবাসী বাগান পাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করেন। স্থানীয়রা ওই তিনজনকে ইয়াংছা সেনা ক্যাম্পে সোপর্দ করেন। সেনাবাহিনী অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করে।

লামা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, রিসোর্টের ম্যানেজারকে অপহরণের বিষয়টি আগে কেউ জানায়নি। দুপুর ৩টার দিকে তিনজনকে আটক করার পর বিষয়টি জানতে পারি। তাদের কাছ থেকে প্যারাডাইস রিসোর্ট থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/চাইমং/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়