ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিশ্চিত হতে কাফনের কাপড় পরিয়ে মৃত ব্যক্তির ইসিজি

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৭:৫৬, ২৬ জুন ২০২৫
নিশ্চিত হতে কাফনের কাপড় পরিয়ে মৃত ব্যক্তির ইসিজি

ফাইল ফটো

নিশ্চিত হতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাফনের কাপড় পড়া অবস্থায় পেয়ারা বেগম (৪৩) নামে এক মৃত মহিলার ইসিজি পরীক্ষা করেছে তার পরিবার। তিনি মতলব উত্তর উপজেলার ভাটী রসুলপুর গ্রামের মনির হোসেন দেওয়ানের স্ত্রী।

বুধবার (২৫ জুন) বিকেলে এ ইসিজি পরীক্ষা করা হয়। এর আগে আনুমানিক সকাল ৯টায় নিজ বাড়িতে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

তবে কাফনের কাপড় পড়িয়ে মহিলাকে ইসিজি করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত পেয়ারা বেগমের স্বামী মনির হোসেন দেওয়ান ও এলাকাবাসী জানান, পেয়ারা বেগম বুধবার সকাল ৯টায় স্ট্রোক করে মারা যায়। দুপুর মরহুমার গোসল শেষ করে কাঁপনের কাপড় পড়িয়ে জানাযা পড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় এক মহিলা পেয়ারা বেগমের চোখের কোটা নড়তে দেখেছেন বলে জানান।

সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যদের জানানো হলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অ্যাম্বুলেন্সযোগে কাফনের কাপড় পরানো অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানে ইসিজি পরীক্ষা করে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, পেয়ারা বেগম আর বেঁচে নেই।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ই আলম অভি বলেন, “ইসিজির রিপোর্ট মোতাবেক মহিলা অনেক আগেই মারা গেছেন।”

ঢাকা/অমরেশ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়