ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ৭ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৩:৪০, ২৭ জুন ২০২৫
পটুয়াখালীতে ৭ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ফাইল ফটো)

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ হোসেন লেলিন।

আরো পড়ুন:

মৃত ইউসুফ খন্দকার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা। 

জেলা সির্ভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তিসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

এ ছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন। বর্তমানের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন। জেলার ডেঙ্গুর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান, বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ হোসেন লেলিন বলেন, ‘‘এ বছর উপজেলায় এই প্রথম বৃদ্ধ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখাসহ পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে আরো বেশি সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে আরো প্রচার প্রচারণা চালাতে হবে।’’  

এছাড়া তিনি ডেঙ্গুর জ্বর, কাশি ও মাথাব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা/ইমরান/টিপু 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়