ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা-ঢাকা বাস চলাচল বন্ধ 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৭ জুন ২০২৫
পাবনা-ঢাকা বাস চলাচল বন্ধ 

পাবনা থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিকদের স্বেচ্ছাচারিতা ও পাবনার  শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার (২৭ জুন) দুপুর পর্যন্ত এই রুটে কোনো বাস চলাচল করেনি। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ এ ধর্মঘট পালন করছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, “পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে, আঞ্চলিক ও স্থানীয় সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরো পড়ুন:

তিনি বলেন বলেন, “পাবনা থেকে শাহজাদপুর মহাসড়ক হয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। মাঝে-মধ্যেই শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা বিভিন্ন অজুহাতে পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করেন। তাদের স্বেচ্ছাচারিতার কারণে শাহজাদপুরে পাবনার কোনো বাস কাউন্টার রাখতে দেয়নি। এর মধ্যে তারা চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর বাস কাউন্টার দখল করে নিয়েছে।”

তিনি আরো বলেন, “সমিতির নিয়ম না মেনে শাহজাদপুরের নবীন বরণ বাসটি পাবনার কাশিনাথপুর থেকে মাওনা রুটে চলাচল শুরু করে। তারা পাবনার মালিক গ্রুপকে এ বিষয়ে কিছু বলেনি। একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তারা। এর আগেও অনেকবার শাহজাদপুরের বাস মালিক শ্রমিকরা পাবনার বাস চালক শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মূলত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন, “গত ২৫ জুন দুপুরের দিকে পাবনার একটি বাস কাশিনাথপুরে দাঁড়ানো ছিল।  পাবনার বাসটি ছাড়ার আগেই নিয়ম না মেনে সেখানে থাকা শাহজাদপুরের নবীন বরণ বাসটি আগে ছেড়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটির জেরে পাবনার একজন বাস শ্রমিককে মারধর করে নবীন বরণ বাসের শ্রমিকরা। তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকা রুটেবাদ চলাচল বন্ধ রাখা হয়েছে।” 

পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, “বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। এর আগেও অনেক বার তাদের স্বেচ্ছাচারীতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে। নতুন করে তারা আবারো ঝামেলার সৃষ্টি করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান চাই। যাতে আর কোনোদিন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।” 

পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। তারা বিকল্প উপায়ে বিভিন্ন রুট ঘুরে অতিরিক্ত টাকা খরচ করে ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়